জীবনানন্দ দাশের কবিতা

কবিতা, April 27, 2024, 5:26 a.m. জীবনান্দ দাশ, Tarique Sumon

জীবনানন্দ দাশের কবিতা

কার্তিক ভোরে

 

কার্তিকের ভোরবেলা কবে 

চোখে মুখে চুলের ওপরে 

যে শিশির ঝরল তা 

শালিক ঝরাল ব'লে ঝরে 

 

আমলকি গাছ ছুঁয়ে তিনটি শালিক 

কার্তিকের রোদে আর জলে 

আমারি হৃদয় দিয়ে চেনা তিন নারীর মতন; 

 

সূর্য? না কি সূর্যের চপ্পলে 

পা গলিয়ে পৃথিবীতে এসে 

পৃথিবীর থেকে উড়ে যায় 

 

এ জীবনে আমি ঢের শালিক দেখেছি 

তবু সেই তিনজন শালিক কোথায়?

Log in to like this article!
2 Likes

মন্তব্য করুন

মন্তব্যসমূহ 1

Avatar Md. Tariqul Islam বলেছেনঃ

জীবনানন্দ প্রকৃতির কবি❤️

এ সম্পর্কিত আরও পড়ুন